ব্রণ দুর করার প্রাকৃতিক উপায় ও ঘরোয়া উপায়



ব্রণ দুর করার প্রাকৃতিক উপায় ও ঘরোয়া উপায়

 ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা হতে থাকেযা ধীরে ধীরে পরিবর্তন হয়ে ব্রণের আকার ধারণ করে। সাধারণত টিনেজার মেয়েরাই ব্রণ  ব্রণের দাগ নিয়ে বেশি ভোগে । ব্রণ থেকে বাঁচতে কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করুন। বাড়িতে প্রাকৃতিক উপাদানে তৈরি পেস্টমাস্কগুলি ত্বককে পুনরায় নতুন করে তুলতে পারে এবং ব্রণ দূর করতে পারে,বাজারের দামি কসমেটিক্স এর পরিবর্তে ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া পদ্ধতি যা সহজেই আপনার ব্রণ কমাতে সাহায্য করবে। আর ঘরোয়াপ্রাকৃতিক  অরগানিক সামগ্রীই সবচেয়ে ভালো আর নিরাপদ। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ারও ভয় থাকে না

এবং এই সমস্ত রেসিপিগুলি রান্নাঘর এবং ফ্রিজের জিনিসগুলি ব্যবহার করেই তৈরি করা যায়। ব্রণ-প্রবণ ত্বকের জন্য এই এক বা একাধিক ঘরোয়া প্রতিকারগুলির উপর আপনার ত্বক কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা পরীক্ষা করে দেখুন

টুথপেস্ট
ব্রণ দূর করতে টুথপেস্ট ব্যবহার করতে পারেন জানেন কিটুথপেস্ট ব্যবহারে একদিনের মধ্যেই শুকিয়ে যায় ব্রণউপকার পেয়েছেন অনেকেই রাতে ঘুমানোর আগে টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমিয়ে পড়ুন সকালে উঠে দেখবেনব্রণে অনেকটা শুকিয়ে গেছে

 

 ডিমের সাদা অংশ
এক চামচ অ্যালোভেরার সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে ব্রণের ওপর লাগিয়ে সারারাত শুকাতে দিন এবং পরের দিন গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন

নিম-তুলসির পেস্ট
ব্রণ দূর করতে পেস্ট ব্যবহার করুন নিমের অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য আর তুলসির অ্যান্টিব্যাকোটেরিয়াল প্রপার্টি ব্রণ দূর করতে দারুন কার্যকর

মধু-দারচিনি
দুই টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে রাখুন ব্রণের ঠিক উপরে লাগান সারারাত রেখে দিতে পারেন

আপেল এবং মধুর মিশ্রণ

 আপেল এবং মধুর মিশ্রণ হচ্ছে ব্রণের দাগ দূর করার সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি প্রথমে আপেলের পেষ্ট তৈরি করে তাতে - ফোঁটা মধু মিশাতে হবে মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করে এরপর মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে । এটি ত্বকের টানটান ভাব বজায় রাখে এবং গায়ের রঙ হালকা করে সপ্তাহে - বার এটি ব্যবহার করা যেতে পারে আপনি কয়েক দিনের মধ্যে পরিবর্তনটা অনুভব করতে পারবেন

 

কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো

কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো ব্রণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবংচন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এই মিশ্রণটি শুধুমাত্র ব্রণদূর করার কাজ করে না বরং ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে

 

পুদিনা পাতা

অতিরিক্ত গরমের কারণে ত্বকে যেসব ফুসকুড়ি এবং ব্রণ হয় সেগুলো দূর করতেও পুদিনা পাতা উপকারী টাটকা পুদিনা পাতা বেটে ব্রণের ওপর লাগিয়ে রাখুন ২০ মিনিট এরপর ধুয়ে ফেলুন

 

তুলসি পাতার রস

ব্রণের জন্য তুলসি পাতার রস খুব উপকারী কারণ তুলসি পাতায় আছে আয়ূরবেদিক গুণ শুধুমাত্র তুলসি পাতার রস ব্রণ আক্রান্ত অংশে লাগিয়ে রেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে

 পেঁপে  চালের গুঁড়ো

ব্রণ হবার একটি অন্যতম কারণ হলো অপরিষ্কার ত্বক তাই ত্বক রাখতে হবে পরিষ্কার নিয়মিত স্ক্রাবিং ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে পাকা পেঁপে চটকে নিন এক কাপ এর সাথে মেশা এক টেবিল চামচ পাতিলেবুর রস এবং প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো মিশ্রণটি মুখসহ পুরো শরীরে লাগান ২০-২৫ মিনিট মাসাজ করে গোসল করে ফেলুন পেঁপে ছাড়াও ব্যবহার করতে পারেন ঘৃতকুমারীর রস

 

চন্দন কাঠের গুড়োঁগোলাপ জল  লেবুর রস

প্রথমে চন্দন কাঠের গুড়োঁর সাথে গোলাপ জল মিশিয়ে পেষ্ট তৈরি করুন এরপর এতে - ফোঁটা লেবুর রস মিশাণ গোলাপজল অনেকের ত্বকের সাথে এডজাষ্ট হয় না তারা সেই ক্ষেত্রে গোলাপ জলের পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন এই মিশ্রণ আপনার ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে সপ্তাহে -৪দিন ব্যবহার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে

 

শশার রস

শশা রস তৈলাক্ততা দূর করতে খুবই কার্যকর প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন কিংবা আইস কিউব করে রেখেও ইউজ করতে পারেনএতে ওপেন পোরসের প্রবলেমও সল্ভ হবে অনেকটা

 

গ্রিন টি প্রয়োগ করুন

গ্রিন টি এর অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্যের উন্নতি করে এটি ব্রণ কমিয়ে দেয় অ্যালোভেরার সঙ্গে গ্রীন টি মিশিয়ে পেষ্ট তৈরি করুন মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এই মিশ্রণটি শুধুমাত্র ব্রণদূর করার কাজ করে না বরং ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে

 

 

 ব্রণ  ব্রণের দাগ থেকে মুক্তি পেতে কিছু টিপস

প্রতিদিন -১০ গ্লাস পানি পান করুন

প্রতিদিন রাতের খাবারের পর যেকোনও ধরনের মৌসুমি ফল খান এটি আপনার ত্বককে সতেজ রাখবে যতটা সম্ভব তেলযুক্ত বা ফাষ্ট ফুড জাতীয় খাবার পরিহার করুন

সব সময় বাইরে থেকে আসামাত্র মুখ ফেইস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন এছাড়া হালকা গরম পানির স্টীম নিতে পারেন এতেকরে ত্বকে জমে থাকা ধূলোবালি পরিষ্কার হয়ে যাবে

আমাদের মধ্যে অনেকেরই নখ দিয়ে ব্রণ খোটার বাজে অভ্যাস রয়েছেআমাদের বুঝতে হবে এটা কোন সমাধান না উল্টো এতে ব্রণের অবস্থা আরও খারাপ হবে এর ফলে ব্রণ লাল হয়ে যাবে এমনকি তা ফেটে গিয়ে মুখে দাগের সৃষ্টি করবে ব্রণ না যাওয়া পর্যন্ত মেক-আপ ব্যবহার না করাই উচিত দিনে অন্তত দুই বার তেল-মুক্ত ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিতে হবে

যারা বহুদিন যাবত ব্রণ  ব্রণের দাগ সমস্যায় ভুগছেনকোন কিছুতেই কাজ হচ্ছে নাতারা আর দেরি না করে কোন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হোন তবে ব্রণ  ব্রণের দাগ দূর করতে উপরে বর্ণিত ঘরোয়া টিপস  উপায় সমূহ পরীক্ষা করে দেখতে পারেন আগে

 

Post a Comment

0 Comments

YOU MIGHT LIKE